অবধূতের মরুতীর্থ হিংলাজ সাহিত্যের দরবারে বিশেষ চিরস্থায়ী আসন নিতে পেরেছে। হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত ভারতের এমন কোনও তীর্থ নেই যা অবধূত ঘোরেন নি। পরিব্রাজক জীবনে লেখক বেলুচিস্থানের পশ্চিমদিকে হিন্দুদের শ্রেষ্ঠ তীর্থ হিংলাজ দেখে এসেছিলেন। হিংলাজের দুর্গম পথের রোমাঞ্চকর বর্ণ্নার সঙ্গে সেখানকার মানুষদের কথাও এই বইটিতে লেখা হয়েছে।
Reviews